Harishchandrapur suicide news: মালদায় প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের দাবি, SIR আতঙ্কে আত্মহত্যা

Harishchandrapur suicide news: মৃতের নাম আবুল কালাম (৫২)। বাড়ি বালুভোরট গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন কর্মসূত্রে তিনি রাজস্থানের জয়পুরে থাকতেন। সেখানে একটি হোটেলে কাজ করতেন আবুল কালাম। প্রায় এক বছর আগে তিনি গ্রামে নিজের বাড়িতে ফিরে আসেন।

Advertisement
মালদায় প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের দাবি, SIR আতঙ্কে আত্মহত্যা

Harishchandrapur Suicide News: এসআইআর (SIR) সংক্রান্ত আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মৃতের নাম আবুল কালাম (৫২)। বাড়ি বালুভোরট গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন কর্মসূত্রে তিনি রাজস্থানের জয়পুরে থাকতেন। সেখানে একটি হোটেলে কাজ করতেন আবুল কালাম। প্রায় এক বছর আগে তিনি গ্রামে নিজের বাড়িতে ফিরে আসেন।

পরিবারের দাবি, ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি আবুল কালাম। সেই কারণেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। দিন দিন আতঙ্ক এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত তিনি চরম সিদ্ধান্ত নেন বলে অভিযোগ।

শনিবার সকালে পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এসআইআর সংক্রান্ত জটিলতা ও ভয় থেকে এমন মর্মান্তিক পরিণতি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

 

POST A COMMENT
Advertisement