Snake Bite Death Raigunj: বিষধর সাপের কাপড়ে মৃত্যু হল এক ৬ বছরের কিশোরীর। মামার বাড়িতে ঘুরতে এসেছিল সে বলে জানা গিয়েছে। তিন ভাইবোন মিলে সাপের লেজ ধরে টানাটানি করছিল খানিকটা খেলার ছলেই। তখনই সাপটি ছোবল মারে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লক্ষণীয়া গ্রামে। মৃত নাবালিকার নাম আনিকা মাহাতো (৬)। তার বাড়ি করণদিঘি থানার কামারতোর এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনদিন আগে মা দীপ্তি মাহাতোর সঙ্গে দুই ভাই ও আনিকা মামার বাড়ি বেড়াতে এসেছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির উঠোনে খেলছিল তিন ভাইবোন। হঠাৎ তারা একটি সাপ ধরে ফেলে। বাড়ির বড়দের অলক্ষ্যে সেই খেলার ছলেই ঘটে যায় বিপত্তি। লেজে টান পড়ায় আচমকা সাপটি ছোবল মারে আনিকার পায়ে। মুহূর্তের মধ্যেই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
দুই ভাইয়ের চিৎকারে ছুটে আসেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। সাপটিকে জঙ্গলের দিকে যেতে দেখে ধরে ফেলেন কয়েকজন গ্রামবাসী। একটি হাঁড়ির মধ্যে বন্দী করা হয় বিষধরকে। সঙ্গে সঙ্গে আনিকাকে নিয়ে যাওয়া হয় মহারাজা গ্রামীণ হাসপাতালে। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রেফার করেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর মেডিকেলের চিকিৎসক আনিকাকে মৃত বলে ঘোষণা করেন।
বুধবার বিকেলে ছোট্ট বালিকার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা দীপ্তি মাহাতো। মেয়ের অকালমৃত্যুর খবর পেয়ে কেরলে কর্মরত বাবা রাজেশ মাহাতো বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। বুধবার দুপুরে হাঁড়িবন্দি সাপটিকে পিটিয়ে মেরে পুড়িয়ে দেন গ্রামবাসীরা।