Itahar Tmc Worker Murder: কালভার্টের পাশে রক্তাক্ত দেহ, নৃশংসভাবে খুন তৃণমূলকর্মী, চাঞ্চল্য ইটাহারে

Itahar Tmc Worker Murder: উত্তর দিনাজপুরের সোনাডাঙিতে সকালে উদ্ধার হল এক তৃণমূলকর্মীর নগ্ন ও ক্ষতবিক্ষত দেহ। কালভার্টের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল দেহ, চারপাশে ছড়ানো ছিল জুতো, মোবাইল ও প্যান্ট।

Advertisement
কালভার্টের পাশে রক্তাক্ত দেহ, নৃশংসভাবে খুন তৃণমূলকর্মী, চাঞ্চল্য ইটাহারেকালভার্টের পাশে রক্তাক্ত দেহ, নৃশংসভাবে খুন তৃণমূলকর্মী, চাঞ্চল্য ইটাহারে

Itahar Tmc Worker Murder: উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সোনাডাঙি গ্রামে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। শনিবার সকালে বাড়ি থেকে মাত্র ১৫০ মিটার দূরে এক কালভার্টের পাশ থেকে ৩০ বছর বয়সি সুব্রত দেবনাথ নামের এক তরুণের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর নিম্নাঙ্গে কোনও প্যান্ট ছিল না।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় তিনি ছিলেন জীবন বিমা এজেন্ট ও প্রাইভেট টিউটর। পাশাপাশি ঠিকাদারি কাজ করতেন। এলাকায় তিনি রাজনৈতিকভাবে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বলেও ডানা গিয়েছে।

শুক্রবার রাতে তিনি প্রতিদিনের মতো খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাইরে যান। তারপর আর ফিরে আসেননি। পরদিন সকালে গ্রামের কাদামাটিতে ঢাকা শুকিয়ে যাওয়া শ্রীমতী নদীর চরে কালভার্টের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। কাছেই পাওয়া যায় দু'পাটি জুতো, কাদা মাখা ছেঁড়া প্যান্ট, চশমা ও মোবাইল ফোন।

ঘটনাস্থল ঘিরে রয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এই খুনে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। এর পিছনে রাজনৈতিক নাকি অন্য কোনও ব্যবসায়িক বা ব্যক্তিগত কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

POST A COMMENT
Advertisement