Wrong Treatment Allegation: বংশীহারিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, রাতভর তুলকালাম

Wrong Treatment Allegation: মৃতের নাম সুজিত মাহাতো। বয়স ৪২ বছর। পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়া এবং ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। 

Advertisement
বংশীহারিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, রাতভর তুলকালামবংশীহারিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, রাতভর তুলকালাম

Wrong Treatment Allegation: ভুল ইঞ্জেকশন দেওয়া এবং ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে যুবকের এমনই অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকার একটি নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগ তুলে বৃহস্পতিবার মাঝরাত থেকে নার্সিংহোমের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। খবর পেয়ে মধ্য রাতেই নার্সিংহোমে আসে বংশীহারি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হবে।

জানা গিয়েছে, মৃতের নাম সুজিত মাহাতো। বয়স ৪২ বছর। পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়া এবং ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত রোগীর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, গত মঙ্গলবার গলায় টিউমার থাকা অবস্থায় বংশীহারির ওই নার্সিংহোমে ভর্তি করানো হয় সুজিতকে। বৃহস্পতিবার বিকেলে তাঁর অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়।

সেই মতো বৃহস্পতিবার বিকেলে তাঁকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর নার্সিংহোম কর্তৃপক্ষ সুজিতের পরিবারকে জানায়, তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। তাঁকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিতে হবে। তাঁরা রেফারও করে দেন। মালদা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সুজিতের বলে তাঁরা জানিয়েছেন।

এরপরে ওই সুজিতের দেহ অ্যাম্বুল্যান্সে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে। নার্সিংহোমের সামনেই অ্যাম্বুল্যান্সের ভেতরে মৃতদেহ রেখে সুজিতের আত্মীয় পরিজনরা বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে নার্সিংহোমের সামনে। অভিযোগ, নার্সিংহোমের তরফে কেউ সুজিতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেননি।

 

POST A COMMENT
Advertisement