South Dinajpur Murder Case: দক্ষিণ দিনাজপুরে জমি বিবাদে ভাইয়ের গলা কেটে খুন করল দাদা, জখম আর এক ভাই

South Dinajpur Murder Case: শুক্রবার সকালে আব্দুল করিমের কাকার ছেলে ফারুক মিঁয়া তাঁর বাবা-মা ও ভাইদের নিয়ে বিতর্কিত জমিতে জোর করে চাষ করতে আসেন বলে অভিযোগ। তখন বাধা দেন আব্দুল করিম ও তাঁর ভাই আব্দুল মান্নান। সেই সময়ই ফারুক মিঁয়া নিজের কাছে থাকা ছুরি দিয়ে আব্দুল করিমের গলায় আঘাত করে।

Advertisement
দক্ষিণ দিনাজপুরে জমি বিবাদে ভাইয়ের গলা কেটে খুন করল দাদা, জখম আর এক ভাই

South Dinajpur Murder Case: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা সামনে এল দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার সকালে তপন থানার চক হোসেন নালিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ভাই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আব্দুল করিম সরকার (৪০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মান্নান সরকার (৩৮)। তাঁরা ছয় ভাই ও দুই বোন। এক বোনের মৃত্যু হয়েছে আগেই। বাবার জমি নিয়ে আব্দুল করিম ও তাঁর তুতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।

শুক্রবার সকালে আব্দুল করিমের কাকার ছেলে ফারুক মিঁয়া তাঁর বাবা-মা ও ভাইদের নিয়ে বিতর্কিত জমিতে জোর করে চাষ করতে আসেন বলে অভিযোগ। তখন বাধা দেন আব্দুল করিম ও তাঁর ভাই আব্দুল মান্নান। সেই সময়ই ফারুক মিঁয়া নিজের কাছে থাকা ছুরি দিয়ে আব্দুল করিমের গলায় আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় দাদাকে বাঁচাতে এগিয়ে এলে আব্দুল মান্নানের উপরও হামলা চালানো হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রাই দ্রুত আহত দুই ভাইকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম সরকারকে মৃত ঘোষণা করেন। আব্দুল মান্নানের চিকিৎসা চলছে ওই হাসপাতালেই।

খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছুরির ভাঙা অংশ উদ্ধার করেছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায় জানান, খবর পেয়েই তিনি তপন থানাকে অবহিত করেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, “অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

POST A COMMENT
Advertisement