Anganwadi Egg Missing Scandal: শিশুদের পাতে ডিম নেই? বালুরঘাটে অঙ্গনওয়ারি দিদিকে তালাবন্ধ করে রাখলেন অভিভাবকরা

 Anganwadi Egg Missing Scandal: শিশুদের পাতে ডিম নেই, সবজি নেই, আর যে খিচুড়ি দেওয়া হয়, তার মানও এতটাই খারাপ যে খাওয়া দায়। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে মাধবপুর এলাকার অভিভাবকরা। 

Advertisement
শিশুদের পাতে ডিম নেই? বালুরঘাটে অঙ্গনওয়ারি দিদিকে তালাবন্ধ করে রাখলেন অভিভাবকরা

 Anganwadi Egg Missing Scandal: দক্ষিণ দিনাজপুরের তপনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, শিশুদের পাতে ডিম নেই, সবজি নেই, আর যে খিচুড়ি দেওয়া হয়, তার মানও এতটাই খারাপ যে খাওয়া দায়। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে মাধবপুর এলাকার অভিভাবকরা। তপন থানার আইসি জেভি লেপচা সংবাদমাধ্যমকে জানান, “অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি উত্তেজনাকর ঘটনা হয়েছিল, বর্তমানে সব কিছু স্বাভাবিক।”

রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমনি ভারতী রায়কে তালাবন্দি করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের দাবি, সেন্টার নাকি নিয়মিত খোলা হয় না। পাশাপাশি খাবারের মান নিতান্তই নিম্নমানের। ৩০ জন শিশুর পুষ্টির প্রতি সম্পূর্ণ উদাসীনতা। দিদিমনির উপস্থিতি অনিয়মিত।

কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, “শিশুদের খিচুড়িতে ডিম নেই, সবজি নেই। দিদিমনি সময়মতো সেন্টারও খোলেন না। বাধ্য হয়ে প্রতিবাদ করেছি।” এদিকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় খবর পৌঁছোয় প্রশাসনের কাছে। কয়েক ঘণ্টা পরে আইসিডিএস-এর সুপারভাইজাররা এসে আশ্বাস দেন, অভিযুক্ত দিদিমনিকে অন্যত্র পাঠানো হবে। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

POST A COMMENT
Advertisement