North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার বাম ববিতা দত্ত। তাঁর বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। ববিতা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার পড়ুয়া ছিলেন।

Advertisement
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দিরের রামকৃষ্ণ সরণিতে। বৃহস্পতিবার দুপুরে নিজের ভাড়ার ঘর থেকে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার বাম ববিতা দত্ত। তাঁর বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। ববিতা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার পড়ুয়া ছিলেন। সে কারণেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দির রামকৃষ্ণ সরণিতে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন বছর ত্রিশের ববিতা দত্ত। তবে কী কারণে এমন ঘটনা তা পরিষ্কার করে অনুমান করতে পারছে না কেউ। তাঁর বন্ধুরা জানিয়েছেন, তিনি বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছিলেন। চাকরি নিয়ে উদ্বেগ ছিল। কিন্তু তাঁর বয়স পেরিয়ে যায়নি, বা এমন কোনও বড় সমস্য়া চাকরি সংক্রান্ত হয়নি। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তাঁরা জানাতে পারেননি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর হয়ে গেলেও যুবতীর ঘর বন্ধ থাকতে দেখেন বাড়ির মালিক। এরপর অনেক ডাকাডাকি করেন তিনি। তার সন্দেহ হওয়ায় একটু পরেই দরজা ভেঙে ভেতরে ঢোকেন তিনি। ঘরে ঢুকতেই তিনি   যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনার খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কি

করণে যুবতী এমন পথ বেছে নিলেন উত্তর জানা নেই কারুর। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তার সহপাঠীরা। ঘটনায় শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সকলে। পাশাপাশি যুবতীর বাড়িতেও খবর দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement