scorecardresearch
 

Chopra clash Firing: চোপড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি; জখম একাধিক

Chopra clash Firing: গত কয়েকটি নির্বাচনে সংঘর্ষ, গুলি, বোমাবাজি সবেতেই শিরোনামে ছিল এই এলাকা। তবে শুধু অন্য় দলের সঙ্গে গোলমালই নয়, চোপড়া শিরোনামে এসেছে দলীয় কোন্দলের জন্যও। ফের উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে দুই পক্ষের মারামারিতে মাথা ফাটল ৩ শ্রমিকের। এলাকায় চলল কয়েক রাউন্ড গুলিও।

Advertisement
চোপড়ায় রেলের কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, চলল গুলি; জখম একাধিক চোপড়ায় রেলের কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, চলল গুলি; জখম একাধিক
হাইলাইটস
  • চোপড়ায় রেলের কাজ নিয়ে
  • তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ
  • চলল গুলি; জখম একাধিক

Chopra clash Firing: বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা অথবা পঞ্চায়েত নির্বাচন। উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা সব সময় উত্তপ্ত থাকে। কখনও তৃণমূল-বিজেপি, কখনও তৃণমল-কংগ্রেস কিংবা তৃণমূল-সিপিএম। গত কয়েকটি নির্বাচনে সংঘর্ষ, গুলি, বোমাবাজি সবেতেই শিরোনামে ছিল এই এলাকা। তবে শুধু অন্য় দলের সঙ্গে গোলমালই নয়, চোপড়া শিরোনামে এসেছে দলীয় কোন্দলের জন্যও। নিজেদের দলের বিধায়ককে মারধরের অভিযোগ উঠেছিল পঞ্চায়েত ভোটের সময়। নির্বাচন ছাড়াও এই এলাকায় শান্তি ফেরার কোনও নাম নেই। ফের একবার গোষ্ঠীকোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।

ফের উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে দুই পক্ষের মারামারিতে মাথা ফাটল ৩ শ্রমিকের। এলাকায় চলল কয়েক রাউন্ড গুলিও। যদিও গুলি কারও গায়ে লেগেছে কি না, তা এখনও জানা যায়নি। শনিবার ঘটনাটি ঘটে চোপড়া ব্লকের হফতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধূমডাঙ্গি এলাকায়।

জানা গিয়েছে, রেললাইনে পাথর সরানোর কাজ করানোর দখল নিয়ে তৃণমূলের দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় এদিন। অভিযোগ, এদিন সকালে এক পক্ষ কাজে হাত দিলে, অন্য পক্ষের লোকজন শ্রমিকদের ওপর হামলা চালায়। মারধরের ঘটনায় জখম হন ৫ শ্রমিক। তাঁদের মধ্যে ৩ জনকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আরও ২ জনের আঘাত তেমন গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনায় ঘটনা আরও বড় আকার নেয়নি। দলের গোষ্ঠী কোন্দলের কথা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেন তৃণমূল নেতা তাহের আহমেদ। তিনি জানান, এদিনের ঘটনায় জড়িত দু’পক্ষই দলের কর্মী-সমর্থক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

 

Advertisement