Toy Train Derailed: শুক্রবার দুপুর ১ টা নাগাদ শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে একটি টয়ট্রেনের ইঞ্জিন উলটে যায়। লাইনে স্কিড করার কারণে এই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে চালক ও সহকারী চালক সামান্য আহত হন। ঘটনাটি ঘটার পর খবর পেয়ে রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ইঞ্জিনটি তুলে ফেলেছে। তবে, এনজেপি থেকে দার্জিলিংগামী টয়ট্রেন স্বাভাবিকভাবেই পাহাড়ের উদ্দেশ্যে চলে গেছে বলে জানা গিয়েছে।
এটি নতুন নয়, এর আগেও বহুবার টয়ট্রেন লাইনচ্যুত হয়েছে। গত বছর, ১ জানুয়ারি দার্জিলিংয়ের কাকঝোরায় টয়ট্রেনের একটি ইঞ্জিনও লাইন থেকে বেরিয়ে গিয়েছিল। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, তবে সেবার কোনোও হতাহতের ঘটনা ঘটেনি। দার্জিলিংয়ের নস্টালজিয়া হল টয়ট্রেন, কিন্তু বার বার এই দুর্ঘটনা যাত্রীদের মনে কিছুটা ভয় সৃষ্টি করছে। এই ধরনের দুর্ঘটনা একদিকে যেমন নস্টালজিয়ার সঙ্গে জড়িত, তেমনি নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগও বাড়াচ্ছে।
এর আগে কবে কবে লাইনচ্যুত হয়েছে টয়ট্রেন?
দার্জিলিং ২০১৯: ২০১৯ সালের নভেম্বর মাসে দার্জিলিংয়ের কাছে টয়ট্রেনের এক ইঞ্জিন ট্র্যাক থেকে বেরিয়ে যায়, কিন্তু কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শিলিগুড়ি ২০১৮: শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে একইভাবে একটি টয়ট্রেনের ইঞ্জিন লাইনের বাইরে চলে গিয়েছিল, তবে উদ্ধারকারী দল দ্রুত তা ঠিক করে ফেলে। কাকঝোরা ২০১৭: ২০১৭ সালের জানুয়ারিতে কাকঝোরা অঞ্চলে টয়ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়, যেখানে কোনও যাত্রী আহত হয়নি।