অসমের ব্যক্তির ডিটেলস হাতিয়ে জাল আধার, মালদায় ধৃত অনলাইন দোকানদার

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বাজার থেকে জাল আধার কার্ড-সহ দু'জনকে গ্রেফতার করল পুলিশ। অসমের এক ব্যক্তির আধার লগইন-র পাসওয়ার্ড ব্যবহার করে এই আধার কার্ড তৈরি করা হয়েছিল।

Advertisement
অসমের ব্যক্তির ডিটেলস হাতিয়ে জাল আধার, মালদায় ধৃত অনলাইন দোকানদার অসমের ব্যক্তির ডিটেলস হাতিয়ে জাল আধার, মালদায় ধৃত অনলাইন দোকানদার
হাইলাইটস
  • পুলিশ জানিয়েছে, উৎপলের বাড়ি বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামে
  • সুদীপ্তর বাড়ি বৈষ্ণবনগর থানার চামা গ্রামে

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বাজার থেকে জাল আধার কার্ড-সহ দু'জনকে গ্রেফতার করল পুলিশ। অসমের এক ব্যক্তির আধার লগইন-র পাসওয়ার্ড ব্যবহার করে এই আধার কার্ড তৈরি করা হয়েছিল। ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মালদার বৈষ্ণননগর থানা এলাকায়। ধৃতদের নাম উৎপল মণ্ডল ও সুদীপ্ত মণ্ডল। ওই অনলাইনের দোকান থেকে জাল আধার কার্ড-সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে মালদা আদালতে তোলা হয়েছে। ঘটনার আরও তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উৎপলের বাড়ি বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামে। সুদীপ্তর বাড়ি বৈষ্ণবনগর থানার চামা গ্রামে। উৎপল মণ্ডলের অনলাইন সার্ভিসের দোকান রয়েছে বৈষ্ণবনগর থানার ভগবানপুর বাজারে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অনলাইনের দোকানে হানা দেয়। সেখান থেকে ৭০টি জাল আধার কার্ড ও বেশ কিছু নথি উদ্ধার করে। এরপর সেখান থেকে উৎপল মণ্ডল ও দোকানের কর্মী সুদীপ্ত মণ্ডলকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। জানা গিয়েছে, অসমের এক অজ্ঞাত ব্যক্তির লগইন ডিটেলস ব্যবহার করে এই জাল আধার কার্ড তৈরি করা হয়েছিল।

মুর্শিদাবাদ থেকে মালদা, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় রমরমিয়ে চলছে জাল আধার কার্ড তৈরির ব্যবসা। অভিযোগ, এই আধার কার্ড টাকার বিনিময়ে বানিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। গত বছরেই অনলাইনের মাধ্যমে ট্যাবের টাকা তুলে নেওয়ার অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই বৈষ্ণবনগর থানার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ট্যাব কেলেঙ্কারি থেকে জাল আধার কার্ড তৈরির চক্র স্বক্রিয় এই সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকায়।

সংবাদদাতাঃ মিল্টন পাল

POST A COMMENT
Advertisement