Tourist Death Darjeeling: নতুন বছরের শুরুতেই পাহাড়ে বিপত্তি, দার্জিলিং ও কালিম্পংয়ে ২ পর্যটকের মৃত্যু

Tourist Death Darjeeling: রবিবার একই দিনে দুটি আলাদা ঘটনায় মৃত্যু হল দুই পর্যটকের। ডুয়ার্সের ওয়াশাবাড়ি থেকে সিকিমগামী নতুন রাস্তা ও লুপ ব্রিজের সামনে সেলফি তুলতে গিয়ে একজনের পা হড়কে পড়ে মৃত্যু হয়। অপরজন হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছেন।

Advertisement
নতুন বছরের শুরুতেই পাহাড়ে বিপত্তি, দার্জিলিং ও কালিম্পংয়ে ২ পর্যটকের মৃত্যুডুয়ার্স-কালিম্পংয়ের লুপ ব্রিজ। ফাইল ছবি

Tourist Death Darjeeling: বছরের শুরুতেই বিপত্তি। রবিবার একই দিনে দুটি আলাদা ঘটনায় মৃত্যু হল দুই পর্যটকের। ডুয়ার্সের ওয়াশাবাড়ি থেকে সিকিমগামী নতুন রাস্তা ও লুপ ব্রিজের সামনে সেলফি তুলতে গিয়ে একজনের পা হড়কে পড়ে মৃত্যু হয়। অপরজন হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালবাজারের ওয়াশাবাড়িতে বাগরাকোটের নির্মীয়মান লুপ পুলের কাছে বেড়াতে গিয়েছিলেন আলাহিন শেখ নামে এক যুবক। তাঁর বাড়ি মুর্শিদাবাদের রমনা মাঝপাড়ায়। ওই যুবক পেশায় একজন শ্রমিক।  তবে চার মাস ধরে তিনি শিলিগুড়িতে থাকতেন। শিলিগুড়ি থেকে কাজের জন্য মালবাজার যান তাঁরা। মালবাজারের ওদলাবাড়িতে থাকছিলেন তিনি। শনিবার ওদলাবাড়ি থেকে বন্ধুদের সঙ্গে মিলে বেড়াতে যান সেখানে। পাহাড়ি রাস্তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছবি তুলছিলেন। সেই সময় একটি সেলফি তুলতে গিয়ে পা ফস্কে গভীর খাদে পড়ে যান যুবক। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি ৷ সেখানেই মৃত্যু হয় আলাহিনের ৷ আজ, সোমবার তাঁর দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

দার্জিলিং বেড়াতে এসে গুরুতর অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হল। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ৫৮ বছর বয়সী ওই পর্যটকের নাম দীপাঞ্জন সাহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে সপরিবারে শুক্রবার লামাহাটা বেড়াতে আসেন ওই ব্যক্তি। শনিবার সেখান থেকে দার্জিলিং গিয়েছিলেন। রবিবার দুপুরে আবার দার্জিলিং থেকে পেশক রোড হয়ে তাঁরা লামাহাটায় ফিরছিলেন। সেই সময় গাড়িতেই গুরুতর অসুস্থ বোধ করেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে তাঁকে দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

সোমবার দার্জিলিং জেলা সদর হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হবে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে জিটিএ'র পর্যটন বিভাগ। এ বিষয়ে জিটিএ'র চেয়ারম্যান তথা স্বাস্থ্য বিভাগের সভাসদ রাজেশ চৌহান সংবাদমাধ্যমকে জানান,জিটিএ থেকে ওই পর্যটকের দেহ অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তাঁর, তা ময়নাতদন্তের পরই জানা যাবে। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।

 

POST A COMMENT
Advertisement