Amit Shah At Siliguri: এসএসবির (SSB) ৬১ তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে শিলিগুড়িতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নির্দিষ্ট সময়ে শাহ পৌঁছে যান অনুষ্ঠান মঞ্চে। জওয়ানদের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে (Amit Shah)। বক্তব্য পেশ করার সময় শাহ শিলিগুড়ি করিডরকে গুরুত্বপূর্ণ বলে দাবি করেন।
এর আগে সোস্যাল মিডিয়ায় ভারতের চিকেন নেক দখলের নানা হুমকির বিষয় সামনে এসেছে। অত্যুৎসাহী কিছু মানুষ ভারতের চিকেন নেক সহ সেভেন সিস্টারস দখল করে নেবে বলেও নানা রকম হুমকি তুলতে থাকে। এমনকী বাংলাদেশের কিছু মৌলবাদীর মুখেও এমন হুমকি ভাইরাল হয়। তারপরই অমিত শাহর এই বক্তব্য গুরুত্বপূর্ণ। যদিও শাহ বাংলাদেশ নিয়ে একটিও শব্দ খরচ করেননি। যেখানে এদিন এসএসবির অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে বাংলাদেশ সীমান্ত মাত্র ১০ কিলোমিটার দূরে। তবে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরার দায়িত্বে এসএসবি নয়, বিএসএফ রয়েছে। সে কারণেই হয়তো এসএসবির অনুষ্ঠান থেকে তিনি সেই প্রসঙ্গ তোলেননি।
এদিন বক্তব্যের শুরুতে এসএসবির দায়িত্ব, সেবার বিষয়ে কৃতজ্ঞতা তুলে ধরেন অমিত শা। এরপর উত্তর-পূর্ব ভারতে শিলিগুড়ির গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘শিলিগুড়ি (Siliguri) উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বা করিডর। এখানে এসএসবির উপস্থিতি গোটা ভারতকে নিশ্চিন্তে রাখে। ভারতীয়রা জানেন শিলিগুড়িতে এসএসবি জওয়ানরা রয়েছেন মানে আমরা নির্ভয়ে বেঁচে থাকতে পারবো। শুধু তাই নয়, এসএসবি জওয়ানদের জন্য নেপাল এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে তা অবিস্মরণীয়। এসএসবি আছে বলেই পূর্বাঞ্চলের মানুষ নিশ্চিন্তে আছে।’ তিনি জানান, ‘বিগত এ বছরে ৪ হাজার চোরাচালানকারী, ১৬ হাজার কিলোগ্রাম মাদক, ২০৮ টি বেআইনি অস্ত্র ধরা পড়েছে সীমান্ত এলাকায়।’
অমিত শা বলেন, ‘এসএসবি (SSB) বিগত ৬১ বছর ধরে বন্ধুতের মাধ্যমে দেশের সেবা করে চলেছে। দেশকে সুরক্ষিত রাখতে গেলে কীভাবে ঢাল হতে হয় তা জানেন আমাদের এসএসবি জওয়ানরা। নেপাল (Nepal), ভুটানের (Bhutan) দিকে ২৪৫০ কিমি খোলা সীমান্ত রয়েছে। সেখানেই কড়া নজর থাকে জওয়ানদের। তাঁদের সেই নজরদারির জন্য ২৪৫০ কিমি সীমান্ত নিয়ে ভারতের কোনও চিন্তা থাকে না।’
জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রায় রাত বারোটা নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরা পৌঁছন অমিত শাহ। রাতে এসএসবি'র অতিথিশালায় তিনি রাত্রিবাস করেন। এদিন এখানে অন্যান্য কাজ সারার পর এখান থেকে তাঁর ত্রিপুরা যাওয়ার কথা।