NJP Train Cancelled: স্টেশন সংস্কারের কাজের জন্য নিউ জলপাইগুড়ি জংশন (NJP Railway Station) হয়ে যাতায়াত করা একাধিক ট্রেন বাতিল করা হল। যাঁরা এনজেপি হয়ে ওই সব ট্রেনগুলিতে যাতায়াত করেন কিংবা আগাম টিকিট বুকিং করেছিলেন তাঁদের জেনে রাখা দরকার কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন আবার ঘুরিয়ে আর কিছু ট্রেন আংশিক বন্ধ রেখে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মার বক্তব্য, ‘এনজেপি স্টেশনে কিছু কাজ হচ্ছে। সে কারণে কিছু ট্রেন বাতিল করার পাশাপাশি সময়সূচির পরিবর্তন বা ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাতিলের তালিকায় এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার, এনজেপি-বঙ্গাইগাঁও প্যাসেঞ্জারের মতো ট্রেন রয়েছে। আংশিক বাতিলের তালিকায় শতাব্দী এক্সপ্রেসও রয়েছে।
কী কী কাজ হচ্ছে?
প্ল্যাটফর্মে শেড নির্মাণ এবং বৈদ্যুতিক সংযোগ কাজের জন্য ১৫টি ট্রেনকে বাতিল, ঘুরিয়ে দেওয়া অথবা আংশিক বাতিলের তালিকায় ফেলল উত্তর-পূর্ব সীমান্ত রেল। আংশিক বাতিল করা হয়েছে একাধিক ট্রেন, কয়েকটি ট্রেন (Train)-কে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনেক ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
কোন কোন ট্রেন কবে কবে কীভাবে চালানো বা বাতিল হচ্ছে?
সম্পূর্ণ বাতিল ট্রেনের তালিকা
১. আলিপুরদুয়ার জংশন-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস ১৩ থেকে ২০ অগাস্ট পর্যন্ত,
২, ৫৫৭৪৯ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার ১৭ থেকে ২০ অগাস্ট পর্যন্ত
৩. ৫৫৭৫০ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার ১৩ থেকে ২০ অগাস্ট
৪. ৫৫৭৫১ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার ১৩ থেকে ২০ অগাস্ট
৫. ৫৫৭৫২ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার ১৭ থেকে ২০ অগাস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
৬. ১৫৭১০/১৫৭০৯ এনজেপি-মালদা টাউন এনজেপি এক্সপ্রেস ১৭ থেকে ২০ অগাস্ট পর্যন্ত
৭. ১৫৭০৩/১৫৭০৪ এনজেপি-বঙ্গাইগাঁও এনজেপি এক্সপ্রেস ১৭ থেকে ২০ অগাস্ট
৮. ৭৫৭২১ শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডিইএমইউ ১৯ অগাস্ট
৯. ৭৫৭২২ হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ ২০ অগাস্ট বাতিল হয়েছে।
আংশিক বাতিল ট্রেনের তালিকা
১. ৫২৫৪১-৫২৫৪০ এনজেপি-দার্জিলিং এবং দার্জিলিং-এনজেপি টয়ট্রেন পরিষেবা। ১৯ অগাস্ট এনজেপি স্টেশনের পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে টয়ট্রেন। আবার এনজেপি থেকে এসে শিলিগুড়ি জংশনেই দাঁড়াবে।
২. ১২০৪১ হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস ১৯ অগাস্ট এনজেপির পরিবর্তে কিশনগঞ্জ স্টেশন থেকে ছাড়বে। ২০ অগাস্ট ১২০৪২ হাওড়া থেকে রওনা হয়ে শতাব্দী এক্সপ্রেস কিশনগঞ্জ স্টেশনে যাত্রাপথ শেষ করবে।
ঘুরপথে চালানো হচ্ছে যে ট্রেনগুলি
১. কামাখ্যা-রাঁচি জংশন এক্সপ্রেস ১৯ অগাস্ট এনজেপিতে দাঁড়াবে না। তার পরিবর্তে শিলিগুড়ি জংশনে দাঁড়াবে। ওইদিন ট্রেনটি ঠাকুরগঞ্জ হয়ে চলাচল করবে।
২. ফিরোজপুর-আগরতলা এক্সপ্রেস ১৮ অগাস্ট এনজেপির পরিবর্তে শিলিগুড়ি জংশনে দাঁড়াবে এবং ঠাকুরগঞ্জ হয়ে যাতায়াত করবে। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
৩. কামাখ্যা-ওল্ড দিল্লি বিপি মেল ১৯ অগাস্ট ৪টা ৫৫ মিনিটের পরিবর্তে রাত ১১টায় ছাড়বে।
৪. হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ১৯ তারিখ ৪টা ৫ মিনিটের বদলে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ছাড়বে।
৫. গুয়াহাটি-লোককাম্য তিলক এক্সপ্রেস ১৯ তারিখ বিকেল পাঁচটার পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে।
৬. শিলঘাট টাউন-কলকাতা এক্সপ্রেস ১৯ তারিখ দুপুর দেড়টার পরিবর্তে বিকেল চারটায় ছাড়বে।