SIR চাপে ইস্তফা একযোগে গণ ইস্তফা প্রায় ৭৫ বিএলও-র

এই পরিস্থিতিতে আর এসআইআর-এর কাজ করা সম্ভব নয়, এই যুক্তি সামনে রেখে রবিবার তুফানগঞ্জ ও সিতাইয়ে একযোগে ইস্তফা দিলেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতে ২৭ জন এবং সিতাইয়ে ৪০ জন বিএলও ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement
SIR চাপে ইস্তফা একযোগে গণ ইস্তফা প্রায় ৭৫ বিএলও-রতাজমুল হোসেন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই নয়া নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। সেই নির্দেশের চাপ এখন মাঠপর্যায়ের কর্মীদের কাঁধে গিয়ে পড়েছে সবচেয়ে বেশি। অভিযোগ, লজিক্যাল ডিসক্রেপেন্সি নিয়ে ভোটারদের নোটিশ দিতে গেলেই সাধারণ মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, অনেক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দিচ্ছে।

এই পরিস্থিতিতে আর এসআইআর-এর কাজ করা সম্ভব নয়, এই যুক্তি সামনে রেখে রবিবার তুফানগঞ্জ ও সিতাইয়ে একযোগে ইস্তফা দিলেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতে ২৭ জন এবং সিতাইয়ে ৪০ জন বিএলও ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জায়গা মিলে প্রায় ৭৫ জন বিএলও ইস্তফা দিয়েছেন বলে খবর।

ফলে দুটি জায়গাতেই বড় প্রশ্ন তৈরি হয়েছে, এসআইআর সংক্রান্ত কাজ এবার কীভাবে এগোবে? তুফানগঞ্জ-১–এর বিডিও সঞ্জয় ঘিসিং জানিয়েছেন, বিএলওদের গণস্বাক্ষরিত ইস্তফাপত্র জমা পড়েছে এবং তা মহকুমা শাসকের দফতরে পাঠানো হয়েছে। তুফানগঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, সোমবার বিএলও–দের ডাকা হয়েছে এবং তাঁদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। একইভাবে সিতাইয়ের বিডিও অমিতকুমার মণ্ডল জানিয়েছেন, সেখানকার ইস্তফাপত্রও মহকুমা শাসকের কাছে পাঠানো হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, তাই দেখার।

এদিকে SIR শুনানির নোটিশ পেলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এবার SIR শুনানির নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। নোটিশ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। তৃণমূলের অভিযোগ, এই নোটিশের আড়ালে বিজেপি টার্গেট করছে তাঁদের নেতাদের।


 

POST A COMMENT
Advertisement