শুভেন্দুর কনভয়ে 'লাঠি নিয়ে হামলা', চন্দ্রকোনা থানায় ধরনা বিরোধী দলনেতারSuvendu Adhikary Dharna: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল। অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে একদল দুষ্কৃতী আচমকা তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তিনি দাবি করেন, হামলাকারীরা শাসক দলের লোকজন এবং ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কেউ বাধা দেয়নি।
আক্রান্ত নেতার অভিযোগ, পুলিশের সামনেই দুষ্কৃতীরা আক্রমণ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা নেয়। তাঁর কথায়, “এটি শুধু আমার ওপর হামলা নয়, পশ্চিমবঙ্গে বিরোধী মতের ওপর সরাসরি আক্রমণ। যেকেউ প্রশ্ন তুললেই তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”
ঘটনার পরেই তিনি সরাসরি চন্দ্রকোনা থানায় পৌঁছে ধর্ণায় বসেন। তাঁর দাবি, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং পুরো ঘটনাটির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। থানা চত্বরে তাঁর এই অবস্থান ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
তিনি জানান, “দায়িত্বজ্ঞানহীন প্রশাসনের কাছে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। বাংলার মানুষ এর চেয়ে ভালো পরিবেশের যোগ্য।” এদিকে, অভিযোগ-প্রতিবাদের মাঝেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি।