রাজ্যের মধ্যে প্রথম উত্তরবঙ্গে লেডিস স্পেশাল বাস সার্ভিস চালু হতে চলেছে। বৃহস্পতিবার এ কথা জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
শিলিগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বোর্ড মিটিং ছিল বৃহস্পতিবার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান, "পুজোর আগে মহিলা স্পেশাল বাস সার্ভিস চালু করতে চলেছি। আমরা পাইলট প্রোজেক্ট হিসেবে তিনটি জায়গায় লেডিস স্পেশাল বাস চালাবো অফিস টাইমে।"
বোর্ড মিটিংএ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি পরিবহণ দফরের আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি এই বোর্ড মিটিংয়ে। পুজোর আগে মহিলা স্পেশাল বাস সার্ভিস চালু করতে চলেছেন তাঁরা।
কোন কোন জায়গায় এই বাস সার্ভিস মিলবে?
পাইলট প্রোজেক্ট হিসেবে তিনটি জায়গায় লেডিস স্পেশাল বাস চালানো হবে। অফিস টাইমে। কোচবিহার থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে দিনহাটা ও শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এই তিনটে রুটে প্রাথমিক পর্যায়ে চলবে। পরবর্তীতে বিভিন্ন ডিপোতে এই লেডিস স্পেশাল বাস চালু করা হবে।
এর পাশাপাশি চেয়ারম্যান আরও জানান মহিলা নিরাপত্তার কথা মাথায় রেখেই দূরপাল্লার সমস্ত গাড়িতে বিশেষ করে রাতে সমস্ত রকেট সার্ভিস আছে কলকাতা, শিলিগুড়ি, বঙ্গাইগাও এবং নেপাল পর্যন্ত। সেখানে ১০০ শতাংশ সিসিটিভি আমরা নিশ্চিত করতে চাইছেন তাঁরা। নতুন সমস্ত বাসেই সিসিটিভি রয়েছে তবে যে সমস্ত পুরনো বাস রয়েছে সে সমস্ত বাসে সিসিটিভি নিশ্চিত করতে হবে।