scorecardresearch
 

Goruamra Toursit Accident: গরুমারায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, জখম তমলুকের ৫

Goruamra Toursit Accident: মূর্তি এলাকার একটি বেসরকারি রিসোর্ট থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল পর্যটকদের নিয়ে সাফারির জিপসি গাড়িটি। ওই গাড়িটিতে ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। পর্যটকরা সকলেই পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা বলে খবর।

Advertisement
গরুমারায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, জখম তমলুকের ৫ গরুমারায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, জখম তমলুকের ৫

Goruamra Toursit Accident: গরুমারার জঙ্গল সাফারি করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৫ পর্যটক সহ গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায়। ঘটনার পর জখমদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকাতেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, দিন মূর্তি এলাকার একটি বেসরকারি রিসোর্ট থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল পর্যটকদের নিয়ে সাফারির জিপসি গাড়িটি। ওই গাড়িটিতে ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। পর্যটকরা সকলেই পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা বলে খবর। ওই পর্যটকরা এদিন জঙ্গল সাফারিতে যাওয়ার সময় বাতাবাড়ি দীঘির পাড় সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়ানো ট্রাক্টরের সঙ্গে ধাক্কা মারে। সংঘর্ষের সঙ্গে সঙ্গে গাড়িটি দুমড়ে যায়। স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজে হাত লাগায় খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে ট্রাক্টর ও জিপসি গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য়রা। তাঁরা পর্যটকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। 

গাড়ির এক যাত্রী শুভদীপ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। তাঁদের গাড়িটি আচমকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা মারে। ট্রাক্টরটিকে দেখাই যায়নি বলে জানিয়েছেন।

এর আগে তিন মাস আগে, ডুয়ার্সে বেড়াতে এসে ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতার পর্যটকরা। মৃত্যু হয় এক মহিলার। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পর্যটকদের জঙ্গল সাফারির গাড়ির সঙ্গে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় রবিবার। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। 

 

Advertisement