Advertisement

Leopard: ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি হল একটি পুরুষ চিতাবাঘ

ফের ডুয়ার্সে খাঁচাবন্দি হল আরেকটি চিতাবাঘ। দুদিনে ২টি চিতাবাঘ খাঁচাবন্দি হল। সোমবার সকালে বানারহাট ব্লকের রিয়া বাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রিয়া বাড়ি চা বাগানে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছিল।বাগানের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়। কিছুদিন আগে রিয়া বাড়ি চা বাগানের ৮ নং সেকশনে খাঁচা পাতে বন দফতর। সোমবার সকালে সেই খাঁচাতেই বন্দি হল চিতাবাঘ। এদিন চিতা বাঘের গর্জন শুনে শ্রমিকরা এগিয়ে গিয়ে দেখে ওই খাঁচায় বন্দি হয়েছে একটি চিতাবাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর চিতা বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

TAGS:
Advertisement
POST A COMMENT