scorecardresearch
 
Advertisement

After Flash Flood: কোন পথে নামবেন সিকিম থেকে? কেন দেরি হচ্ছে পর্যটক নামাতে?

After Flash Flood: কোন পথে নামবেন সিকিম থেকে? কেন দেরি হচ্ছে পর্যটক নামাতে?

শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার রাস্তাও বন্ধ। ১০ নং জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কালিম্পং যাওয়ার জন্য লাভা, গরুবাথান হয়ে ঘুরপথে যেতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই সিকিমে বহু পর্যটক আটকে থাকার আশঙ্কা। সিকিম থেকে ঘুরপথে ফিরতে গেলে আরও ৮ থেকে ৯ ঘণ্টা এ দিকে ২৯ মাইলে মল্লিবাজারের কাছে জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে ৷ লিকুভিরের কাছেও জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে ৷ শিলিগুড়ি থেকে ১০ নম্বর জাতীয় সড়ক হয়ে গ্যাংটক যাওয়ার দূরত্ব ১১২ কিলোমিটার। সময় লাগে ৪ ঘন্টার মতো। সিকিম থেকে ১২৫ কিলোমিটার গরুবাথান। সময় লাগে প্রায় ৪ ঘন্টা। আবার গরুবাথানা থেকে ৬১ কিলোমিটার শিলিগুড়ি। সময় লাগে প্রায় ২ ঘন্টা। ফলে ২ ঘন্টা অতিরিক্ত। তার উপর রয়েছে যানজট। ফলে সময় আরও বেশি লাগছে। কারণ ওই একটাই ল রাস্তা আপাতত খোলা রয়েছে। গত কাল প্রথম দিকে জোরথাং হয়ে একটি রাস্তা খোলা ছিল। পরে সেটিও বিপজ্জনক হয়ে যাওয়ায় সেটিও বন্ধ করে দেওয়া হয়।

TAGS:
Advertisement