জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলোতে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে বাংলো। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। হতাহতের কোনও খবর নেই। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ হলং বাংলোতে আগুন লাগে। বাংলোটি বন্ধ ছিল। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। এসি ফেটে আগুন ছড়ায় বলে জানিয়েছেন বাংলোর কর্মীরা। বাংলোয় থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু আয়ত্তে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। রাত ১০টা ১০ মিনিট নাগাদ সেখানে পৌঁছয় দমকলের গাড়ি। অগ্নিকাণ্ডের সময় বাংলোতে কোনও পর্যটক ছিলেন না। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এই বাংলো। ভিআইপি থেকে দেশ-বিদেশের বহু পর্যটকরা এই বাংলোতে আসতেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন নিয়মিত এই বাংলোতে যেতেন জ্যোতি বসু। জানা গিয়েছে, কয়েক বছর আগে বাংলোটি সংস্কার করা হয়েছিল।