Advertisement

Anant Maharaj: রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সন্ন্যাসীকে হেনস্তার অভিযোগ, অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে আশ্রমে ঢুকে এক সন্ন্যাসীকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে সিতাই এলাকায় উত্তেজনা ছড়ায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি অনন্তকে আশ্রমে ফিরে এসে পা ধরে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবিও করেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনন্ত মহারাজ, দশমীতে অর্থাৎ রবিবার সন্ধ্যায় সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমে এসেছিলেন। ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে আশ্রমের সন্ন্যাসী বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজের সঙ্গে অনন্তের ঝগড়া শুরু হয়। তর্কাতর্কির সময় বিজ্ঞানানন্দকে ধাক্কা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে অনন্ত মহারাজের বিরুদ্ধে। অনন্ত মহারাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠজনরাও ছিলেন। এমনকী কটুক্তি গালিগালাজও করেন অনন্ত বলে অভিযোগ। এরপরই অনন্ত আশ্রম ত্যাগ করেন।

Advertisement
POST A COMMENT