কার্শিয়াঙে ‘দুর্লভ মুহূর্ত।’ অতীতে মাঝমধ্যেই পাহাড়ের জঙ্গলে কালো চিতাবাঘের দেখা মিলত। তবে একটিই। এ বার একই সঙ্গে দু’টি কালো চিতাবাঘের দেখা মিলল। রবিবার সকালে জোড়া কালো চিতাবাঘের ছবি প্রকাশ করেছে কার্শিয়াং বনবিভাগ। সম্প্রতি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ওই দুটো কালো চিতাবাঘের ছবি। তারা দম্পতি না কি ভাইবোন, তা নিয়ে আলোচনায় বসেছেন বন দফতরের বিশেষজ্ঞেরা।
Two Rare Melanistic Leopards Spotted in Kurseong