প্রোটোকলের ধার ধারেন না তিনি। নিরাপত্তার কারণে আলিপুরদুয়ারে সুভাষিণী চা বাগানে মঞ্চের সামনে তিন ধাপ বাঁশের ব্যারিকেড করা ছিল। ভাষণ শেষে তিনি সরাসরি চলে গেলেন জনতার মাঝে। সেই সময় হাজার হাজার মানুষের দিদি ডাককে উপেক্ষা করতে পারেননি তিনি। তাই বাঁশের ব্যারিকেডের প্রথম ধাপে উঠে জনতার সঙ্গে হাত মেলালেন তিনি।