Advertisement

darjeeling snowfall : পাহাড়ে ভয়ঙ্কর দুর্যোগে কার্যত সাদা দার্জিলিং, দেখুন কী অবস্থা পাহাড়ে

পূর্বাভাস ছিলই বৃষ্টি হবে, বইবে ঝোড়ো হাওয়া। আশঙ্কা সত্যি করে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল পাহাড়। খানিকক্ষণের শিলাবৃষ্টি-তুষারপাতে দার্জিলিং যাওয়ার রাস্তা কার্যত সাদা হয়ে যায়। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। বুধবার বিকেল থেকেই ব্যাপক শিলাবৃষ্টি ঝড় শুরু হয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। বিকেল চারটে থেকে দার্জিলিং, সোনাদাতে এবং ঘুম এলাকায় শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টির জেরে দার্জিলিং কার্যত সাদা ধবধবে হয়ে যায়। দেখে মনে হচ্ছে যেন,  নতুন করে বছরের চাদরে ঢেকেছে। বেলা আড়াইটের পর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তারপরেই শুরু হয় বৃষ্টি। তার সঙ্গে পড়তে থাকে শিল।

Darjeeling Weather and Temperature

Advertisement