রাম মন্দির দর্শনে উত্তরবঙ্গ থেকে এবার রওনা দিল আস্থা স্পেশাল ট্রেন। সোজা উত্তরপ্রদেশ যাত্রা সমাপ্ত করবে আস্থা স্পেশাল ট্রেন। অসম থেকে শুরু হয়েছে এই ট্রেনের যাত্রা। এরপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে এনজেপি স্টেশনে ট্রেনটি পৌঁছায়। এদিন বিশ্ব হিন্দু পরিষদের তরফে অগনিত রামভক্তদের একত্রিত করে আস্থা স্পেশাল ট্রেনে চাপে। সেই ট্রেনে একদিকে যেমন উত্তরের বিভিন্ন জেলার বাসিন্দারা সিট পেয়েছেন তেমনই সিকিমের বহু রাম ভক্তও ট্রেনে চেপে অযোধ্যার উদ্দেশ্য রওনা হয়েছেন। সোজা উত্তরবঙ্গ থেকে অযোধ্যা পৌঁছোনোর জন্য উচ্ছ্বসিত আমজনতা।