Advertisement

Doctors Strike: ডাক্তারদের কর্ম বিরতি, অসন্তোষ কোচবিহার হাসপাতালে আসা রোগীর পরিবারদের

ডাক্তারদের কর্ম বিরতির জেরে চরম সমস্যায় রোগীর পরিবার পরিজনেরা। কোচবিহার MJN মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক না বসায় উত্তেজনার সৃষ্টি হয়। দূর দুরান্ত থেকে আসা রোগীরা তারা চিকিৎসা করাতে পারছেন না যার ফলে তাদের মধ্যে ক্ষোভ দেখা যায়। কিছু বিভাগের সকাল থেকে কয়েকজন চিকিৎসক থাকলেও হঠাৎ করে পরিষেবা বন্ধ করে দেন তারাও । যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীর পরিবার-পরিজনেরা।

TAGS:
    Advertisement
    POST A COMMENT