Advertisement

Dooars Leopard Rescue: কাটল আতঙ্ক, অবশেষে ছাগলের টোপেই চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

ডুয়ার্সের চা বাগানের ফের খাঁচা বন্দি চিতাবাঘ। শনিবার সকালে ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানের খাঁচা বন্দি হল চিতাবাঘটি। পাঁচ দিন আগেই বনদফতরের পক্ষ থেকে চিতা বাঘটিকে ধরতে ছাগলের টোপ দেওয়া হয়েছিল, পাতা হয়েছিল খাঁচা। এদিন সেই খাঁচাতেই বন্দি হল বাঘটি। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

Advertisement
POST A COMMENT