Advertisement

Elephant: শিলিগুড়ির সেনা ছাউনিতে দৌড়ে ঢুকলো দাঁতাল, বাজল সাইরেন-হুলুস্থুল কাণ্ড, VIRAL VIDEO

শিলিগুড়ি মহকুমার বাগডোগরার কাছে ব্যাংডুবি সেনা ছাউনিতে আচমকা ঢুকে পড়লো একটি বিশাল দাঁতাল হাতি। বৃহস্পতিবার সকালে তখন বাইরে বৃষ্টি হচ্ছে। সেনা কর্মীরা তখন রোজকার কাজে ব্যস্ত। এই সময়ে প্রধান ফটক দিয়ে একটি দাঁতাল হাতি ঢুকে আসে। মুহূর্তে হুলস্থুল পড়ে যায় সেনাকর্মীদের মধ্যে। তার মধ্যেই এক জওয়ান ভিডিও করেন। বাগডোগরার রেঞ্জার সমীরণ রাজ জানিয়েছেন, ওই এলাকায় বেশকিছু হাতি রোজই ঘুরতে দেখা যায়। এদিন সম্ভবত দলছুট হয়ে হাতিটি সেনা-ছাউনি তে ঢুকে পড়ে।

Advertisement
POST A COMMENT