Advertisement

John Barla sister Marina Kujur joins TMC: বিজেপি নেতা জন বার্লার বোন যোগ দিলেন তৃণমূলে

আলিপুরদুয়ারে বড় ভাঙন বিজেপিতে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের বিজেপি নেতা জন বার্লার বোন মেরিনা কুজুর যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্ধ্যায় ডুয়ার্সের নাগরকাটায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের তৃণমূলের পতাকা তুলে নেন জন বার্লার বোন। উল্লেখ্য মেরিনা নিজেও এক সময় বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি এসটি মোর্চার জেলা সভানেত্রীর পদে রয়েছেন। তৃণমূলের যোগদান করেই মেরিনা কুজুর জানিয়েছেন, “বিজেপিতে থেকে উন্নয়ন করা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান করেছি।”

Advertisement
POST A COMMENT