হঠাৎ হড়পা বানে বন্যা পরিস্থিতি উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য সিকিমে। বলা হচ্ছে, উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ফেটে যাওয়ায় তিস্তা নদীর জলস্তর বেড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে সামরিক ক্ষেত্রেও ক্ষতি হয়েছে। এছাড়া ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এই সেনাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বলা হচ্ছে, বন্যার পর চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার কারণে নীচের এলাকায় জলের স্তর হঠাৎ করে ১৫-২০ ফুট উচ্চতায় বেড়ে যায়। এতে সিংগামের কাছে বারডাংয়ে পার্ক করা সেনাবাহিনীর গাড়ি তলিয়ে যায়। এছাড়া ২৩ সেনা জওয়ান নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। উত্তর সিকিমের সিংটামে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে এক দম্পতিরা একটি বাড়ির ভিতরে আটকে পড়েছিল, তাদের উদ্ধার করার সময় বাড়ি ভেঙে যায়, মহিলাকে উদ্ধার করা গেলেও ওই ব্যক্তি বাড়ি চাপা পড়ে মারা যায়। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় পুজোর আগে উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।