Advertisement

Parrots Rescue: শিলিগুড়িতে ২৭ টি টিয়া পাখি উদ্ধার বনদপ্তরের, গ্রেফতার ১

শিলিগুড়ির ভুজিয়াপানি এলাকায় অভিযান চালিয়ে ২৭ টি টিয়া পাখি উদ্ধার করল বনদপ্তর। গ্রেফতার করা হয়েছে একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার চালায় বনদপ্তর। জানা গেছে ধৃ ত ওই যুবক দীর্ঘদিন ধরে শিলিগুড়ি সংলগ্ন জঙ্গল এলাকা থেকে টিয়া পাখি ধরে বিক্রি করতো। সেই মতো ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা টিয়া পাখি সমেত ওই ব্যক্তিতে ধরে। তার কাছ থেকে ১২ টি পাখি পাওয়া যায়। পরে আরও টিয়া পাখি তার বাড়ি থেকে উদ্ধার করা হয় মোট ২৭ টি পাখি উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া টিয়া পাখি গুলিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখান তাদের শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

TAGS:
Advertisement
POST A COMMENT