এও এক মনসামঙ্গলের কাহিনী। মনসার কোপে পড়ে চাঁদ সদাগরকে যেভাবে হেনস্থা হতে হয়েছিল, সে কাহিনী সবার জানা। সে বহু বছর আগের কথা। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের উপরই টিকে রয়েছে দুনিয়া। আর বিশ্বাস আরও গাঢ় হয়, যখন তা বাস্তবের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায়। উত্তরবঙ্গের অন্য়তম পর্যটনকেন্দ্র গজলডোবা এখন দেশের মধ্যে বিখ্যাত। এখানকার ভোরের আলো চেনেন না, এমন লোক নেই। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে মনসাপুজো উপলক্ষে সাতদিনব্যাপী মেলা বসে।