Advertisement

Giant Fish in Uttar Dinajpur: ওজন 86 কেজি, এটা মাছ নাকি জলের দৈত্য! উরি বাবাঃ

মাছের ওজন 86 কেজি। ভাবতে পারেন একটি মাছের ওজন মানুষের ওজনের সমান। এই মাছ যদি আপনি বাজারে দেখতে পান তাহলে একবার না একবার কিন্তু কেনার কথা ভাববেনই। এই বিশাল বাঘা আড় মাছ উদ্ধার হয়েছে তিস্তা নদী থেকে। উত্তর দিনাজপুরের চোপড়ায় এই মাছ ধরা পড়েছে শুনেই তা দেখতে ভিড় করেন বহু মানুষ। অনেকেই বলছেন মাছ তো নয় এ যেন ‘জলদৈত্য’। মাছটি ধরে দাশপাড়া বাজারে নিয়ে যাওয়া হয়। এই বিশাল মাছের দাম যে আকাশ ছোঁয়া হবে তা বোঝাই যাচ্ছিল, বাজার ঘুরে জানা গেল এই বিশাল মাছের দর উঠেছে 500 টাকা প্রতি কেজি।ব্যবসায়ীরা জানান, বড় মাছ আগেও বাজারে এলেও এতো বড় মাছ হয়তো কোনওদিনই দেখেনি এই বাজারের ব্যবসায়ীরা। এই মাছের দাম উঠেছে 43 হাজার টাকা।

Giant Fish in Uttar Dinajpur.

Advertisement