Advertisement

Bengal Safari Park: শিলিগুড়িতেও চড়া গরম, বেঙ্গল সাফারি পার্কে প্রাণীদের জন্য ফ্যান-এয়ার কুলার-আইস কিউব

গরমের কারণে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের প্রাণীদের জন্য বিশেষ ব্যবস্থা। বাঘ, চিতাবাঘ এবং এশিয়াটিক কালো ভাল্লুকদের তাপপ্রবাহের প্রভাব থেকে রক্ষা করার জন্য পুকুর তৈরি করা হয়েছে। এছাড়াও নাইট শেল্টারে পাখাও লাগানো হয়েছে। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ই বিজয় কুমার বলেন, 'এ বছর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। আমাদের প্রাণীদের রক্ষা করার জন্য, আমরা ওয়াটার স্প্রিঙ্কলার তৈরি করা হয়েছে। প্রাণীদের দিনে দুবার জল খাওয়ানো হচ্ছে। এছাড়াও এয়ার কুলার, ফ্যান লাগানো হয়েছে। প্রাণীদের খেলার জন্য আইস কিউব দেওয়া হচ্ছে।'

Advertisement
POST A COMMENT