Advertisement

Jalpaiguri Leopard Trapped: ছাগলের টোপে কিস্তিমাত! খাচাবন্দি বামনডাঙার আতঙ্ক, দেখুন ভিডিও

দীর্ঘদিন ধরে বামনডাঙ্গা চা বাগান এলাকার আতঙ্ক চিতাবাঘটি অবশেষে বন দফতরের হাতে ধরা পড়ল। সন্ধ্যে নামলেই চা বাগানের আশপাশে পশুদের ওপর হামলা চালিয়ে আসছিল এই চিতাবাঘ। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবার মানুষকেও আক্রমণের চেষ্টা করেছিল। অবশেষে বৃহস্পতিবার বিকেলে বন দফতরের কর্মীরা ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতেন। শুক্রবার ভোরে সেই খাঁচায় আটকে পড়ে চিতাবাঘটি। পরে বনকর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা চিতাবাঘ ধরা পড়ায় বেশ খুশি।

Advertisement
POST A COMMENT