Advertisement

North Bengal-Offbeat: গরমেও শিরশিরে ঠান্ডা, শীতে তুষারপাত, কার্শিয়াংয়ের তোরিয়ক যেন ইউরোপ

দার্জিলিংয়ের কমলালেবু নাম হলেও আসলে দার্জিলিং শহর থেকে অনেকটা দূরে কার্শিয়াংয়ের সিটংয়েই (Sittong) দার্জিলিংয়ের কমলালেবুর অধিকাংশ উৎপন্ন হয়। ছবির মতো সুন্দর সিটংকে অনেকে ইউরোপের সুন্দর টুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে তুলনা করেন। যদিও আজকে আমরা যে জায়গার কথা আপনাদের জানাব, সেটি সিটংয়ের অন্য একটি দিক। যেখানে কমলালেবু হয় না। কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে এটি আরও বেশি সুন্দর।

Advertisement
POST A COMMENT