Advertisement

Darjeeling Landslide: দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস, দেখুন কীভাবে ধসে পড়ছে পাহাড়

ভারী বৃষ্টির জেরে ধস নামল দার্জিলিংয়ের তাকভর সংলগ্ন পাতাবং এলাকায়। একটি বাড়ি ধসে গিয়েছে বলে খবর। সেখানে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। ধস সরানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পৌঁছোয় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, মৃতের নাম বাবুলাম রায় (৫৯)। তাঁর বাড়ি পাতাবং চা বাগানের দারাগাঁওয়ে। অন্যদিকে, পুলবাজার থানার পুরদুং এলাকায় ধস নেমে লোধামা যাওয়ার রাস্তার অনেকটাই ধসে গিয়েছে। ফলে লোধামার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধস নেমেছে ৫৫ নম্বর জাতীয় সড়কেও। মানেভঞ্জন যাওয়ার রাস্তাতেও ধস নামে।

Advertisement
POST A COMMENT