Advertisement

ডুয়ার্সে চা বাগানের লোহার তারে ফাঁসল চিতাবাঘ, ট্যুরিস্টদের সে কী আনন্দ! দেখুন

জলপাইগুড়িতে ডুয়ার্সে হুলস্থুল কাণ্ড একটি চিতাবাঘকে ঘিরে। মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরায় চা বাগানের লোহার তারের বেড়ায় আটকে যায় একটি চিতাবাঘ। চিতাবাঘ দেখতে ব্যাপক ভিড় মানুষের। এমনকী আশপাশের রিসর্টে থাকা পর্যটকরাও ভিড় জমান। চিতাবাঘটিকে ধরতে রীতিমতো বেগ পেতে হয় বনদফতরকে। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করা হয়। এই চা বাগান লাগোয়া রয়েছে গরুমারা জঙ্গল। সেখান থেকেই চিতাটি এসেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
POST A COMMENT