scorecardresearch
 
Advertisement

Malda Ganga Erosion: গঙ্গার রুদ্র রূপ! মালদায় কীভাবে গিলছে একের পর এক বাড়ি, SHOCKING VIDEO

Malda Ganga Erosion: গঙ্গার রুদ্র রূপ! মালদায় কীভাবে গিলছে একের পর এক বাড়ি, SHOCKING VIDEO

রাতের অন্ধকারে ভয়াবহ ভাঙন বিপর্যয়। মালদার মানিকচকের বিস্তীর্ণ এলাকা যেন ধ্বংসস্তূপ। ভোররাত থেকে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গা নদীর ভয়াবহ রূপ। ভাঙনের জেরে গঙ্গা গর্ভে অসংখ্য দোকানপাট এবং শ্মশানের একাংশ। রাত দুটোর পর মানিকচক ঘাট এলাকায় শুরু হয় গঙ্গা নদীর ভাঙন। রাতের অন্ধকার থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অধিকাংশ জিনিসপত্র সরানোর সুযোগ পাননি। ভাঙনের খবরে রাতেই এলাকায় পৌঁছয় মানিকচক থানার পুলিশ। নদীর গর্জন শুনে হাজির হন আতঙ্কিত মানুষ। আচমকা ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি। গতকালই মালদার মানিকচকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এর ২৪ ঘন্টা মধ্যেই ফের ভাঙনের কবলে মানিকচক।

Advertisement