সোমবার সকালে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটা মালগাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখেন। সন্ধেয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসাপাতালে তিনি আহতদের দেখতে যান।