Advertisement

Bhutan এর দেহ ভেসে আসছে, North Bengal Floods নিয়ে বললেন Mamata Banerjee

'ব্রিজ ভেঙে কেউ মারা যায়নি। মারা গিয়েছে বন্যায়। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং বর্ষণে লোক ভেসে গিয়েছে। ভুটান থেকেও কিছু দেহ ভেসে আসছে। আমরা খতিয়ে দেখছি। ওখানকার হলে মৃতদেহগুলি সসম্মানে পাঠানোর ব্যবস্থা করব। ৫ তারিখ জানায় আবহাওয়া দফতর'। উত্তরবঙ্গে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
POST A COMMENT