Advertisement

North Bengal Bird Sanctuary: কংক্রিটের শহরে ৫ হাজার পাখির আজব আস্তানা, শিলিগুড়িতে পাখিদের অভয়ারন্য

এবার পাখিদের বাঁচানোর বার্তা দিয়ে নতুন উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির মাটিগাড়া এক নং গ্রাম পঞ্চায়েতের "আসরা সেবা ট্রাস্ট"। শুধু উত্তরবঙ্গেই নয়, বলা ভালো উত্তর-পূর্ব ভারতেই এই প্রথমবার প্রায় ৫০০০ পাখিকে একসাথে রাখা, খাওয়ার ও স্নানের ব্যবস্থা করেছে এই ট্রাস্ট। পতিরাম এলাকায় ট্রাস্টে জমিতেই লোহার একটি কাঠামো তৈরি করা হয়েছে। সেখানে পাখিদের রাখতে প্রায় ২০০০ রংবেরঙের মাটির হাঁড়ি ঝোলানো হয়েছে। পাশাপাশি পাখিরদের বাসস্থানের জন্য আরো ২০০০ কাঠের ঘর তৈরি করা হয়েছে। সেই সাথে পাখিদের খাবারের জন্য রয়েছে গম ও চাল ।

Advertisement
POST A COMMENT