Advertisement

Landslide at Siliguri to Sikkim Bound NH 10: বাংলা-সিকিম রাস্তায় ধস, ভয় ধরাচ্ছে তিস্তা, আতঙ্কের দিনরাত্রি

নতুন করে ধস। তার জেরে বাংলা-সিকিম যোগাযোগের মূল রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দিল প্রশাসন। কবে তা ফের খুলবে তা এখনই বলা যাচ্ছে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে। তবে তাতে ব্যাঘাত ঘটাচ্ছে ভারী বৃষ্টি। অন্যদিকে, তিস্তার জল হু হু করে বাড়ছে। এর ফলে আতঙ্কিত তিস্তাবাজার এলাকার বাসিন্দারা। পরিস্থিতি বিবেচনা করে ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের বিকল্প রূট ব্যবহারের অনুরোধ করেছে প্রশাসন।

Advertisement
POST A COMMENT