Advertisement

North Bengal, Sikkim বেড়াতে যাবেন ? ধস ও বন্যায় পরিস্থিতি ভয়াবহ, দেখুন

টানা বৃষ্টিতে দার্জিলিং ও সিকিমমুখী রাস্তায় যেন দুঃস্বপ্নের ছবি! মঙ্গলবার সকাল থেকে তিস্তা নদীর জল ভয়াবহ ভাবে উপচে পড়ে শিলিগুড়ি–দার্জিলিং রাজ্য সড়ক (SH12) গ্রাস করেছে। রাস্তার উপর দিয়ে তিস্তার জলের ধারা বইছে। ফলে দার্জিলিংমুখী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ। যেকোনও মুহূর্তে আরও ভাঙন বা ধস নামতে পারে, তাই পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে সিকিমের একাধিক রাস্তায় ধস নেমে যাতায়াত বিপর্যস্ত। বারডাঙায় NH10 বন্ধ, নগধরায় সিঙতাম–রাভাংলা সড়ক অচল, খামডং রোডও বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement
POST A COMMENT