Advertisement

Malbazar Flood Situation: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জগমগ্ন টটগাঁওয়ের নদীপাড়ের বহু বাড়ি

অবিরাম বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। এবার সেই তিস্তার জল ঢুকে নতুন করে প্লাবিত মালবাজারের টটগাঁও গ্রাম। আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। তিস্তার জল ঢুকে ওই এলাকার প্রায় ৫০-এরও বেশি বাড়ি জলমগ্ন। ক্ষতিগ্রস্তও হয়েছে নদী তীরবর্তী বেশ কয়েকটি বাড়ি ও কৃষি জমি। নিজেদের সম্বলটুকু নিয়ে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। তাঁদের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো সত্বেও ওই এলাকায় বাঁধ নির্মাণ করা হয়নি, বাঁধ থাকলে আজ হয়তো এই পরিস্থিতি হত না।

Advertisement
POST A COMMENT