Advertisement

Kalbaisakhi: সাপের ফনার মতো যখন এগিয়ে আসছে ঝড়, জলপাইগুড়ির ভয়ঙ্কর VIDEO

রবিবার জলপাইগুড়িতে ঝড়ের ভয়ঙ্কর তাণ্ডব হয়। তছনচ করে দেয় এলাকা। প্রচুর বাড়ি, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। উপড়ে পড়ে প্রচুর গাছ। এই ঝড়টি কালবৈশাখী বললেও, ঝড়ের আকার টর্নেডের মতো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রাজারহাট, বার্নিশ, বাকালি, জোরপাকদি, মাধবডাঙ্গা এবং সাপ্তিবাড়ি এলাকায়। ঝড়ে ৪ জন মারা গেছেন। প্রচুর মানুষ আহত হয়েছে। দেখুন ঝড়ের সেই তাণ্ডবের ভিডিও।

Advertisement
POST A COMMENT