scorecardresearch
 
Advertisement

Panchayat Election 2023 : ভোটে একই রাজ্যের দুই ছবি, শান্তিতেই ভোট হল উত্তরবঙ্গে, যেন আড্ডার মেজাজ

Panchayat Election 2023 : ভোটে একই রাজ্যের দুই ছবি, শান্তিতেই ভোট হল উত্তরবঙ্গে, যেন আড্ডার মেজাজ

পঞ্চায়েত ভোটে একই রাজ্যের দুই ছবি। একদিকে যখন পঞ্চায়েত ভোটে রাজ্যে দিনভর চলল হিংসা-খুনের ঘটনা। রক্তের হোলিতে ভিজছে বাংলার মাটি। ঠিক তখন উল্টোদিকে পাহাড়ের ঝকঝকে আবহাওয়ায় শীতল মনোরম পরিবেশে রীতিমতো আড্ডার ছলে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হল। পাহাড়ে প্রায় 23 বছর পর পঞ্চায়েত ভোট হলো। জানা গিয়েছে শেষ নির্বাচন হয়েছিল 2001 সালে। তারপর থেকে পাহাড়ে লাগাতার আন্দোলন সহ নানা কারণে পঞ্চায়েত ভোট হয়নি। ফলে পাহাড়ের প্রত্যন্ত গ্রামের মানুষদের যেকোনো ছোট ছোট কাজ করতে ভরসা ছিল বিডিও। যার জন্য পাহাড়ের প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে কয়েক ঘণ্টার যাত্রা করে পৌঁছাতে হতো সদরে।

panchayat polls continued violence but exceptional picture in north bengal

Advertisement