Advertisement

Bison Enters Locality in Siliguri: আতঙ্কের আরেক নাম বাইসন! হুলস্থুল শিলিগুড়িতে

হাতি বা চিতাবাঘ নয়, এবার বাইসন আতঙ্ক চা বাগানে। এদিন শিলিগুড়ি মহাকুমার অন্তর্গত পাহাড়গুমিয়া এলাকায় ঢুকে পড়ল একটি বাইসন। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, বাগডোগরা সংরক্ষিত বনাঞ্চল থেকে বাইসনটি পাহাড়গুমিয়া এলাকায় ঢুকে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বাগডোগরা রেঞ্জ, নকশালবাড়ি টুকুরিয়াঝাড় রেঞ্জ ও ঘোষপুকুর রেঞ্জ সহ বনদফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে ফেলেন তাঁরা। এবং বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন।

Advertisement
POST A COMMENT