Advertisement

Siliguri Sand Crushed To Death:নদী থেকে বালি তুলতে গিয়ে চাপা পড়ে মৃত ৩, ঘটনাস্থলে শিলিগুড়ির মেয়র

রাতের অন্ধকারে অবৈধভাবে ট্রাকটারে বালি লোড করার সময় বালি চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। সোমবার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত বানিয়াখারী এলাকার ত্রিপালিজোত এলাকায়। ঘটনায় মৃতরা হলো রোহিত সাহানি, শ্যামল সাহানি ও মনু কুমার। এর মধ্যে রোহিত সাহানি ও শ্যামল সাহানি নাবালক। তাদের দুজনের বয়স ১৫ বছর।ঘটনার পর মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। খবর পেয়ে এলাকায় যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

Advertisement
POST A COMMENT