Advertisement

Siliguri News : রিল বানানোর নামে পাচার চক্র, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ারের স্ত্রী, ভাবুন কাণ্ড

চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিন নাবালিকাকে দিল্লীতে পাচার করার পরিকল্পনা করে ছিল। সেই মত এক মহিলা ওই তিন নাবালিকাকে নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে রিল বনানোর নাম করে ট্রেনে চাপে। ট্রেন চলা শুরু করলে এক নাবালিকা সেখান থেকে নেমে যায়। কিন্তু বাকি দুজনকে নামতে দেয় না ওই মহিলা। পরবর্তীতে ওই নাবালিকা তার বাড়িতে সম্পূর্ণ বিষয়টি জানালে শিলিগুড়ি জংশন জিআরপিতে এনিয়ে অভিযোগ দায়ের করে ওই দুই নাবালিকার পরিবার। অভিযোগ দায়ের হতেই পুলিশ মহম্মদ নাসিরুদ্দিন ও সাহেদা আনসারি নামে দুজনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে।

Siliguri: Civic volunteer's wife arrested for trafficking minors

Advertisement